Tuesday, August 7, 2018

ড্রপ শিপিংয়ের আদ্যোপান্ত: পরিচয়, সুবিধা, পদ্ধতি ইত্যাদি

By Rajib Roy

ড্রপ শিপিং কি?
পাইকারি বিক্রেতার কাছ থেকে সরাসরি কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দেয়ার নামই ড্রপ শিপিং। ড্রপ শিপিংয়ের মাধ্যমে একজন পার্টনারের সাহায্যে সহজেই আপনার পণ্য বিক্রয় করা সম্ভব।
ড্রপ শিপিংয়ের জন্য একটি অর্ডার পাওয়ার পরে, আপনি তা পূরণ করতে সাপ্লাইয়ারের কাছে পাঠিয়ে দিতে পারেন। এই সাপ্লাইয়ারই মূলত আপনার পণ্য সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দিবে। গ্রাহক যখনই পণ্য হাতে পাবেন, তখনই কেবল পণ্যের দাম দেয়া হবে।

ড্রপ শিপিং এর সুবিধাঃ
ড্রপ শিপিং সিস্টেমে বেশ কিছু সুবিধা আছে:
স্বল্পপুঁজিঃ ড্রপ শিপিংয়ে হাজার হাজার ডলার বিনিয়োগের দরকার নেই। অর্ডার আছে এমন পণ্য ক্রয়ের অর্ডারের পরিবর্তে, আপনি শুধুমাত্র একটি পণ্য কিনতে পারেন।
অধিক পণ্য নির্বাচনের সুবিধাঃ বিক্রয়ের জন্য সব পণ্য আপনাকে আগেই কিনতে হচ্ছে না, এতে আপনি আপনার কাস্টমারদের উল্লেখযোগ্য অধিক সংখ্যক পণ্য অফার করতে পারবেন।
ঝুঁকি হ্রাসঃ ইনভেন্টরীতে অধিক বিনিয়োগ না করলে অনলাইন শপ শুরু করার ক্ষেত্রে যেসব ঝুঁকি থাকে তা হ্রাস পায়। সেরকম না হয়ে থাকলেও, লোকসান দিয়ে আপনার পণ্য বিক্রি করতে হবে না।
অবস্থানের স্বাধীনতাঃ যেহেতু আপনার কাজ শেষ করার বা পণ্যাগার চালানোর কোন চিন্তা নেই, সেহেতু যেকোন স্থান থেকে শুধুমাত্র একটি ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমেই ড্রপ শিপিং ব্যবসা চালানো সম্ভব।
অধিক পরিবর্তনযোগ্যঃ প্রত্যেক অর্ডার আলাদাভাবে পূরণ করতে হচ্ছে না বিধায়, ড্রপ শিপিং ব্যবসা পদ্ধতি পরিবর্তন করা সহজ।

ড্রপ শিপিং কি লাভজনক ব্যবসা পদ্ধতি?

অন্যান্য সকল ব্যবসার মতো, এক্ষেত্রেও সাফল্য এবং মুনাফা অর্জন কিছু পরিবর্তনশীল বিষয়ের উপর নির্ভর করে। কিন্তু সঠিকভাবে কাজ করা হলে, ড্রপ শিপিং এর মাধ্যমে অনলাইন ব্যবসায়ে অধিক মুনাফা অর্জন সম্ভব। ড্রপ শিপিং মোটেও কোন ম্যাজিক ফর্মূলা নয় – উল্লেখযোগ্য কাজ এবং সময়ের মাধমে এক্ষেত্রে মূল সাফলতা পাওয়া সম্ভব। তবে এটি একটি টেকসই এবং ঝুঁকিহীন অনলাইন ব্যবসা।

ড্রপ শিপিং এর মাধ্যমে কি পরিমাণ আয় করা সম্ভব?

অন্যান্য সকল ব্যবসার মতো, মুনাফা এবং সাফল্যের মাত্রা নির্ভর করে কিছু বিষয়ের উপর- পণ্য নির্বাচনের প্রতি ব্যবসায়ীর সুক্ষ পর্যবেক্ষণ এক্ষেত্রে সবচেয়ে লক্ষ্যনীয়। কিন্তু একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে কঠিন পরিশ্রম ও সঠিক কাজ দ্বারা প্রায় ছয়গুণ আয়ের উপযোগী একটি ড্রপ শিপিং ব্যবসা গড়ে তোলা সম্ভব। 
এই ধরণের ব্যবসা গড়ে তুলতে অন্তত বছরখানেক সময়ের প্রয়োজন। সময়ের ব্যাপার হলেও তা অবশ্যই সম্ভব। একটি ড্রপ শিপিং ব্যবসা চালু হয়ে যাওয়ার পর, দিনদিন এটি বাড়তে থাকে।


ড্রপ শিপিং এর মাধ্যমে আমি কি ধরণের মুনাফা আশা করতে পারি?

আপনার বিক্রয়কৃত পণ্যের উপরই মুনাফার মাত্রা নির্ভর করবে। দামী ইলেক্ট্রনিক্সের জন্য এর মাত্রা থাকবে বড়জোর ৫% থেকে ১০%। কিন্তু অল্পদামী দ্রব্যসামগ্রীর ক্ষেত্রে এর মাত্রা থাকবে ১০০%। আপনার মাত্রাগুলো বেশি নির্ভর করবে কাস্টমারের কাছে আপনার পণ্য উপস্থাপনের দক্ষতার উপর, যা আপনাকে আপনার প্রতিযোগীদের চেয়ে বেশি পুরস্কার লাভে সাহায্য করবে। eBook on how to create an online store বইয়ে ড্রপ শিপিং ব্যবসায় কিভাবে সাফল্য অর্জন করা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত বর্ণনা দেয়া আছে।

ড্রপ শিপড পণ্যগুলো কোথায় বিক্রি করা হয়?

ড্রপ শিপড পণ্যগুলো মানুষ যেকোন যায়গায় বিক্রি করতে পারে। অনেকেই eBay তে বিক্রি করে এছাড়া Amazon ও ড্রপ শিপারদের দ্বারা পরিপূর্ণ। যেমনটা আছে হাজারো ই-কমার্স সাইটে, বিশেষত ছোট ই-কমার্স সাইটগুলোতে।
এমনকি বড় সাইটগুলোও তাদের পণ্য তালিকা এবং অফারিং বৃদ্ধির জন্য ড্রপ শিপিং কে কাজে লাগিয়ে থাকে। Sears and Home Depot এর মতো বড় কোম্পানীগুলো তাদের কিছু অ-জনপ্রিয় পণ্যের ক্ষেত্রে ড্রপ শিপিং পদ্ধতিকে কাজে লাগায়। এটি তাদের পণ্য তালিকা নির্বাচনের ক্ষেত্রে সাহায্য করে।

ড্রপ শিপড পণ্য বিক্রি করতে পারলে, নিজের ই-কমার্স সাইট তৈরি করেই একটি দীর্ঘমেয়াদী সফল ও মুনাফা অর্জনকারী ড্রপ শিপিং ব্যবসা চালানো সম্ভব হবে।

Drop Shipping Business System - By Monower Shipon


Saturday, August 4, 2018